নাটোরে রামানন্দ খাজুরা ইউনিয়নে ৪তলা বিশিষ্ঠ একাডেমিক ভবনের নির্মান কাজ চলমান

মোঃ বেলায়েত হোসেন( নাটোর) জেলা প্রতিনিধিঃ


নাটোরের সিংড়া উপজেলা রামানন্দ খাজুরা ইউনিয়নের পাঁচপাখিয়া উচ্চ বিদ্যালয় প্রায় ৩কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৪তলা বিশিষ্ট একাডেমি ভবন কাজটি গত অর্থ বছরে শুরু হয়েছে যা এখনো কাজ চলমান, তবে খুব অল্প সময়ে মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় পুরান ভবনের পাশে নতুন একাডেমিক ভবন নির্মান হচ্ছে রামানন্দ খাজুরা ইউনিয়নের একাডেমিক ভবন নির্মানে বিদ্যালয় পড়াশুনা জন্য উপযোগী এই ভবনটি অনেক দিন যাবত জরাজীর্ণ অবস্থায় ছিল। যার কারণে রামানন্দ খাজুরা ইউনিয়নের ১২টি গ্রামের মানুষ ছিল প্রায় অনেকটায় সেবা বঞ্চিত। ভবনটি ঘোষণার পর থেকে সেখানে নিয়মিত ছাত্র ছাত্রী সংখ্যা বেশি হওয়া পড়াশুনার সমস্যা হতে ছিল কারণে পাঁচপাখিয়া উচ্চ বিদ্যালয় হওয়ার ইউনিয়ন বাসী শিক্ষা আলোর ছায়া বিরাজমান করতেছে ।

এলাকার জনগণের কাছে জানতে চাইলে তাঁরা নগর ২৪ ডট. কম. কে বলেন, শিক্ষা একাডেমিক ভবনটির কাজ শুরু হওয়ায় তাঁরা অনেক আনন্দিত। তাঁরা এখন নিয়মিত শিক্ষা সেবা পাবে,এবং গ্রামীণ উন্নয়নে ইউনিয়নেই শিক্ষার মান উন্নয়ন তরানিত্ব হবে। এজন্য তাঁরা মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাঁচপাখিয়া উচ্চ বিদ্যালয় এই একডেমিক নতুন ভবন হলে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্বাচনী প্রতিশ্রুতি যা পুরণ করবার জন্য তিনি কৃতজ্ঞ। এলাকার জনগণ এই কাজের জন্য প্রতিমন্ত্রীর জন্য দোয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে তিনি উল্লেখ করেন।

ইউপি সদস্য দেলবর হোসেন বলেন জুনাইদ আহমেদ পলক সারা বাংলাদেশ সহ সিংড়া উপজেলান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতা রামানন্দ খাজুরা পাঁচপাখিয়া উচ্চ, বিদ্যালয়,কমিউনিটি ক্লিনিক, , স্কুল, কলেজ মসজিদ,মাদ্রসা উন্নয়ন মুলক কাজ তিনি নিরলস ভাবে করে যাচ্ছেন। তিনি জুনাইদ আহমেদ পলকে কাছে তার ইউনিয়নের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।