বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ছাড়াল

করোনার প্রকোপ থামছেই না। প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। মঙ্গলবার সকাল অবধি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৩৯ হাজার ১৬৯ জন আর প্রাণ গেছে ৫ লাখ ৪০ হাজার ৬৬০ জনেরে। আর করোনা জয় করেছেন ৬৬ লাখ ৪১ হাজার ৮৬৬ জন।

ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বিপদে ব্রাজিল। মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য।

পাশ্ববর্তী ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ।

অন্যদিকে দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। আর প্রাণ গেছে ২ হাজার ৯৬ জনের। করোনা জয় করেছেন ৭৬ হাজার ১৪৯ জন

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।