মোঃ বেলায়েত হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলার লালোর গ্রামের কৃতি সন্তান ডিআইজি নাফিউল ইসলাম ও তাঁর পরিবারের পক্ষ হতে ৪৫০ টি পরিবারকে ত্রান বিতরন করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলা কর্মহীন হয়ে পড়ার কারনে সোমবার সকাল ১০ টায় লালোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপস্থিত ছিলেন, লালোর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর সরদার, লালোর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক একরামুল হক শুভ, সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন সরদার লালু, সিংড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক তানজিল সরদার তিনি নগর ২৪ কে বলেন পুলিশ বড় কর্মকর্তা হয়ে তার কোন অহংকার নেই তিনি সাধারণ মানুষে সেবা করার জন্য যখন সুযোগ পান পরিবারের পক্ষে থেকে সব সময় সাহায্য সহযোগিতা করেন ।
উল্লেখ্য : এর আগে ও কয়েক দফায় তার পক্ষ হতে নগদ টাকা, খাদ্য সামগ্রী, ব্যক্তিগত সুরক্ষা,মাস্ক সামগ্রী বিতরন করা হয়েছে।