অান্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে আকাশে দুইটি বিমান মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার হয়েছে। মাটি থেকে তখন প্রায় ৮০০ ফুট উপরে বেশ গতিতেই উড়ছিল বিমান দুটি। এতে নিখোঁজ রয়েছে আরও ৬ জন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে।
সংঘর্ষের পর ইডাহো এলাকার একটি লেকের উপর ভেঙে পড়ে বিমান দুটি। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে স্থানীয় প্রশাসনের আশঙ্কা, দুই বিমানের কেউই বেঁচে নেই।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বিমানচালক বলেন, একটি বিমানের কেবিনের ভিতরে ঢুকে গিয়েছিল আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের জলে ডুবে যায়।