জুন মাসেই কুয়েত ছেড়েছে লাখের অধিক অভিবাসী

প্রবাস ডেস্কঃ


শুধুমাত্র ২০২০ সালের জুন মাসেই কুয়েত ছেড়ে গিয়েছে ৫০ হাজার মিশরীয় এবং ৩০ হাজার ভারতীয় নাগরিক । ৩১শে মে থেকে জুনের শেষ পর্যন্ত ১০২,৬২৩ জন অভিবাসী ৫৯০টি ফ্লাইটের মাধ্যমে কুয়েত ছেড়ে গিয়েছেন বলে দৈনিক আরব টাইমসে প্রকাশিত হয়েছে।

এদের মধ্যে ১ম সারিতে রয়েছে মিশরীয় নাগরিক, ২৯৩টি ফ্লাইটের মাধ্যমে ৫৯,৯৮৬ জন মিশরীয় নাগরিক কুয়েত ছেড়ে গিয়েছেন যা ৫০,০০০ হাজারই বলা যায়,মোট জনসংখ্যার ৪৯% মিশরীয় নাগরিক দেশ ছেড়েছেন।

এবং ২য় সারিতে রয়েছে ভারতীয় নাগরিক, ১৮৫টি ফ্লাইটের মাধ্যমে ৩০,০৩৩ জন কুয়েত ছেড়ে গিয়েছে। মোট জনসংখ্যার ৩০% রয়েছে ভারতীয় নাগরিক। বাংলাদেশী নাগরিক ৭টি ফ্লাইটের মাধ্যমে ২,০২২ জন কুয়েত ছেড়ে গিয়েছে। এছাড়া ইউরোপ, আমেরিকার নাগরিক ৩২টি ফ্লাইটের মাধ্যমে ৬,৪৯২ জন কুয়েত ছেড়ে গিয়েছে। এবং ইরানের নাগরিক ১১টি ফ্লাইটের মাধ্যমে ২,৫০০ জন কুয়েত ছেড়ে গিয়েছে।

নেপালের নাগরিক ১৫ টি ফ্লাইটের মাধ্যমে ২,১১৩ জন কুয়েত ছেড়ে গিয়েছে। ইথোপিয়ান নাগরিক ১০টি ফ্লাইটের মাধ্যমে ১,৩৮৩ জন কুয়েত ছেড়ে গিয়েছে। পাকিস্তান এবং সুদানের নাগরিক ৪টি ফ্লাইটের মাধ্যমে ৭২৫ জন কুয়েত ছেড়ে গিয়েছে।

সূত্রঃ দৈনিক আরব টাইমস।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।