মোঃ বেলায়েত হোসেন ( নাটোর) জেলা প্রতিনিধি :
নাটোরের সিংড়া পৌরসভার বিশেষ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও পৌর সচিব আলহাজ্ব আব্দুল মতিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, কাউন্সিলর জালাল উদ্দিন, পৌর হিসাব রক্ষক সেলিম আল মামুন প্রমুখ।
সভায় ২৩ কোটি ৪৬ লক্ষ ২৪ হাজার ৩৬৩ টাকার বাজেট পেশ করা হয়। করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই বিশেষ বাজেট পেশ করেন । পৌর মেয়র বলেন সিংড়ায় প্রতিটা নাগরিক সেবা প্রদান করায় আমার দায়িত্ব কর্তব্য জনগণের সেবাগুলো উন্নয়নের পাশাপাশি নাগরিকদের খাদ্য সংগ্রহের যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাই কে সাথে নিয়ে কাজ করবে আশাবাদ ব্যাক্ত করেন।