গাইবান্ধা থেকে আবু নাসের সিদ্দিক তুহিনঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কন্ঠ নকল করে বিভিন্ন সময় ডিআইজি, সেনা কর্মকর্তা ও নারী নেত্রী পরিচয়দানকারী মাসুদ সরকার (২৮) নামে এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত সোমবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জের পশ্চিম চৌমাথা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ উপজেলার চকরহিমাপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাসুদ একজন প্রতারক। তাঁর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক ও প্রতারণাসহ ছয়টি মামলা রয়েছে বলে। গত ১৪ জুন মাসুদ তাঁর পাশের বাড়ির প্রবাসী জাকিরের কন্ঠ নকল করে সৌদিতে বিপদে পড়ার কথা বলে তাঁর পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
পরে আবারও ১৫ হাজার টাকার জন্য ফোন করলে জাকিরের পরিবারের সন্দেহ হয়। পরে জাকিরের বাবা বিষয়টি পুলিশকে জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় প্রতারক মাাসুদ সরকারকে চিহ্নিত করে। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।