রেডিও
মিথিলা মিলি
ছোট বেলায় অবাক হতাম
একটি বক্স দেখে
মানুষ দেখা যায়না তবুও
কথা আসে কিভাবে???
দল বেঁধে সব
পাড়ার লোকে—-
শুনতাম তাকে রোজ
সে ছিলো সবার
মধ্যমনি—
আনন্দ দিতো খুব।।।।।
মাথায় ভিষন চিন্তা আসতো ——-
মিলতো না তবে খবর তার।।।।
কিভাবে যে হচ্ছে এসব—
অবাক হতাম বার বার।
ভেংগে-খুলে দেখার ইচ্ছে
যতই হত আমার।।
মা বলতো দুষ্টু মেয়ে
ধরবিনা একে খবরদার।