বরিশাল , সংবাদদাতা ঃ
করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ৩৪ সদস্য কাজে যোগ দিয়েছেন ।কাজে যোগদান উপলক্ষে আজ সকালে বরিশাল পুলিশ লাইনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয় ।
বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও উপকমিশনার আবু সালেহ মো. রায়হান সুস্থ হওয়া বিএমপি সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন ।
কাজে যোগ দেওয়াদের একজন উপপরিদর্শক ধীরেন চন্দ্র কবিরাজ জানান, করোনা ছাড়াও অন্যান্য জটিল রোগে তিনি আক্রান্ত ছিলেন। ঢাকায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কাজে ফিরতে পেরে ভীষণ আনন্দ লাগছে ।
সূত্র জানায়, বিএমপি ও বরিশাল রেঞ্জ মিলিয়ে এ পর্যন্ত ২৮২ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৮৬ জন সুস্থ হয়েছেন ও একজন মারা গেছেন। বিএমপির ১৮৩ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৭৬ জন ।