ডেস্ক নিউজঃ
এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের রেকর্ডসংখ্যক আবেদন পড়েছে এবার। যার ফল ২৯-৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে।
এবার মোট দুই লাখ ৩৪ হাজার ৪৭১ শিক্ষার্থী খাতা পুনঃমূল্যায়নের আবেদন করে। গত বছর এ সংখ্যা ছিল এক লাখ ৬৫ হাজার ৬৫৮ জন।
এর আগে গত ৩১ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য আড়াই শতাংশের মতো আবেদন করেছে। অনেকে ভাবে একটা আবেদন করে দেখি কিছু বাড়ে কি না? অনেকে আবার সিরিয়াসলিই ফল পরিবর্তনের আত্মবিশ্বাস থেকে আবেদন করে।