নড়াইলে শতক ছাড়িয়েছে করোনা, সুস্থ ৩৩জন, মৃত্যু পাঁচজন
ফরহাদ খান, নড়াইল :
গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনসহ নড়াইলে মোট ১০৬ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ জন। আর মারা গেছেন পাঁচজন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন আরো জানান, নড়াইল সদরে করোনা উপসর্গে মারা যাওয়া মঞ্জুর শেখ এবং কালিয়া উপজেলার হেনা বেগমের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এর আগে আরো তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে জেলায় পাঁচজনের মৃত্যু হলো।