স্পোর্টস ডেস্কঃ
করোনার থাবায় গোটা বিশ্ব কাঁপছে। এর বাইরে নয় ক্রিকেট বিশ্বও। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে সাত জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী জ্যাক পল এমন তথ্য নিশ্চিত করেছেন।
তবে কে বা কারা আক্রান্ত হয়েছেন সেই তথ্য প্রকাশ করেননি তিনি। প্রধান নির্বাহী জ্যাক পল এ বিষয়ে ২২ জুন স্পোর্টস২৪কে বলেন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কেউ করোনা আক্রান্ত কি না তা পরীক্ষা করার উদ্যোগ নিয়েছিলাম আমরা। প্রাথমিকভাবে ১০০ জনের বেশি সদস্যের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতজনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
করোনা আক্রান্তদের নাম প্রকাশে মানা আছে বলে জানান জ্যাক পল।