আগামীকাল থেকে সৌদি আরবে তুলে নেয়া হচ্ছে কারফিউ
প্রবাস ডেস্কঃ
আগামীকাল ২১ জুন, রবিবার থেকে কারফিউ সম্পূর্ণরূপে তুলে নেয়া হচ্ছে সৌদি আরবে !করোনার ফলে দীর্ঘ কয়েকমাস যাবৎ শৃঙ্ক্ষলিত অবরূদ্ধ জীবন থেকে ফের করোনা পূর্ববর্তী স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে সৌদি আরব।
আগামীকাল ২১ জুন থেকে কারফিউ তুলে নেয়া হচ্ছে সৌদি আরবে! অবশেষে কয়েকমাস চলার পর সৌদি আরবে আগামীকাল থেকে কারফিউ তুলে নেয়া হচ্ছে। ইতিপূর্বে বিগত রমজান মাসে বেশকিছু নিয়ম কানুন ও নিষেধাজ্ঞা বহাল করে নির্দিষ্ট সময়ের জন্য দোকানপাট ও শপিং মল খুলে দেয়া হয়েছিলো, কিন্তু রমজান শেষ হবার পূর্বেই পুনরায় কারফিউ জারি করা হয়।
অবশেষে দীর্ঘ কয়েক মাস পড়ে আগামীকাল রবিবার, ২১ জুন থেকে সৌদি আরবে সম্পূর্ণরূপে কারফিউ তুলে দেয়া হচ্ছে।কারফিউ তুলে নেয়া হলেও পরবর্তী ঘোষণা পর্যন্ত ওমরাহ হজ বন্ধ থাকবে। সৌদি আরবে ইতিমধ্যে ডোমেস্টিক ফ্লাইট চালু হলেও বাইরের কোন দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে না। সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী ঘোষণা আসা পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়াও সৌদি আরবের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর স্থলপথ এবং সমুদ্রপথ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে। সৌদি আরবে দিনে দিনে বাড়ছেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, এর মাঝেই চলমান কারফিউ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারফিউ তুলে নেয়ার ফলে আগের মতোই সচল হয়ে উঠবে জনজীবন।