জুলফিকার! ছোট্ট জ্ঞানের মশাল দেখে হও যদি অভিভূত, এটুকু বুঝতে বাকি নাই অন্ধকারে তুমি অতি ক্ষুদ্র।
ঘোর অন্ধকারে জোনাকির আলোয় তুমি আশান্বিত,কারণ তুমি অদৃষ্টপূর্ব দেখনি আলো।
ক্ষীণ আলোয় পথ চলবে তুমি ভেবেছিলে,ভেবেছিলে তৃষ্ণা মিটবে।
ভাগ্য তোমার ভালো তুমি চিনে গেছো আলো।
অতি ক্ষুদ্র পোকার মশাল থেকেও তোমার চোখের আলো অতি ক্ষুদ্র।
তাইতো ছুটে চলেছ সেই আলোর দিকে কিন্তু হায়! মাঝ পথে সেই আলো নিভে গেলো।
কি করবে এখন?তোমার চারিধার, সাপ – ঝোপের সম্ভার! কে করিবে পার?
হয়ত অনুভব করতে পারোনি দৌড় ঝাঁপ এ পায়ে পিষ্ট করেছ শত বিচ্ছু নিরভিক ভাবে পেতে সেই আলো? তবে এখন কেনো মুখভরা হতাশার ছাপ তোমার?
নাড়িতে স্পন্দন অথচ আশার আলো জেগেছে তোমার! কেনো তুমি কাপছ? নিরাশার ঘোরে সেই দৌড় ঝাঁপকে বৃথা করো না, ঐতো আবার জলে উঠেছে আলো, উদ্যম গতিতে দাও ঝাঁপ!
বন্দুর পথের কথা ভেবো না। পেয়ে যাবে আধারে আলোর মেলা,,,