হে রব! কত সুন্দর মায়া-মমতায়
করছো মোদের লালন।
দিয়াছো বিধান সহজতর
করি যেনো মোরা পালন।
দিয়াছো আকাশ, দিয়াছো বাতাস,
অগাধ জলরাশি।
দিয়াছো দয়া, দিয়াছো মায়া
শক্তি অবিনাশী।
দিয়াছো আলো, দিয়াছো আঁধার
দিয়াছো জোয়ার – ভাটা।
দিয়াছো গ্রহ, তারকারাজি
সকলি নিয়মে আঁটা।
করিতেছো তুমি নিয়ন্ত্রণ সবই
কোথা নাই নড়চড়;
তাইতো তুমি সৃষ্টিকর্তা
মহান শক্তিধর।
তোমার সৃষ্ট বিশাল ভান্ডারে
তুচ্ছ মোদের এ প্রাণ ;
ঘুরিতেছে নফস্ নষ্ট করিতে
যাচি যে তোমারই ত্রাণ।