১ জুলাই থেকে বাংলাদেশকে ৯৭ শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন

আন্তর্জাতিক  ডেস্কঃ 


বাংলাদেশি পণ্যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত বাজারসুবিধা দেবে চীন। আগামী ১ জুলাই থেকে বাংলাদেশ এই সুবিধা ভোগ করবে। গত ১৬ জুন দেশটির ট্যারিফ কমিশন নোটিশ দিয়ে এ তথ্য জানায়। নোটিশে বলা হয়, স্বল্পোন্নত দেশের জন্য শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার দিতে চীনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশি পণ্য চীনে ৯৭ শতাংশ শুল্কমুক্ত বাজারসুবিধা পাবে। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশ পাঁচ হাজার ১৬১টি পণ্যে এই সুবিধা পাবে। এশীয় প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (এপিটিএ) আওতায় বর্তমানে বাংলাদেশ ৩ হাজার ৯৫টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করছে।

চীন নতুন করে ৯৭ শতাংশ শুল্কমুক্ত ঘোষণা দেওয়ায় বাংলাদেশ ৮ হাজার ২৫৬টি পণ্যে এ সুবিধা পাবে।
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে চীনকে শুল্কমুক্ত বাজারসুবিধা বাড়াতে প্রস্তাব দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে চীনের ট্যারিফ কমিশন বাংলাদেশি পণ্যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত বাজারসুবিধা দেওয়ার কথা জানিয়েছে।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।