রংপুর থেকে নাসরিন নাজঃ
১৯ জুন শুক্রবার রংপুর মেডিকেল কলেজে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
রংপুর জেলায় ১৫ জন
রমেক হাসপাতালের চিকিৎসক ১ জন
পাশারীপাড়া ১ জন
মেট্রো পুলিশ ১ জন
ফায়ার সার্ভিস ২ জন
ধাপে ১ জন
সিওবাজারে ১ জন
বাবুখায় ১ জন
সরদার পাড়ায় ১ জন
তামপাটে ১ জন
পীরগঞ্জে ৩ জন
বদরগঞ্জ এ ২ জন, মিঠাপুকুরে ১ জন।
গাইবান্ধা জেলায় ৭ জন
সাদুল্যাপুরে ৪ জন
গোবিন্দগঞ্জ এ ৩ জন।
কুড়িগ্রাম জেলায় ২ জন
সদরে ১ জন
চিলমারীতে ১ জন।
লালমনিরহাট জেলায় কালীগঞ্জ এ ১ জন।