২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ইচ্ছে করেই হেরেছিলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ


৯ বছর পর বিশ্ব ক্রিকে’টের সামনে আসলো আরেক চাঞ্চল্যকর খবর। ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভা’রতের কাছে ইচ্ছে করেই হেরে গিয়েছিলো শ্রীলঙ্কা। দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে নিজেই এতো বছর পর সেই তথ্য ফাঁ’স করেছেন।

অর্জুনা রানাতুঙ্গা। দেশটির সাবেক অধিনায়ক ও বর্তমানে যোগাযোগমন্ত্রী ২০১৭ সালে বলেছিলেন, ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে ত’দন্ত হওয়া উচিত। স্পষ্টতই পাতানো ম্যাচের অ’ভিযোগ তুলেছিলেন ’৯৬ বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। সেই বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার করা ২৭৪ রান ভা’রত টপকেছিল ৬ উইকেট আর ১২ বল বাকি থাকতে।

বৃহস্পতিবার ( ১৮ জুন) এমন চাঞ্চল্যকর এক তথ্য ফাঁ’স করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে। তিনি নিজেই ওই বিশ্বকাপের সময়ই ছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। তাই তার কথা একেবারে ফেলে দেয়ার মতো নয়।

দেশটির সিরিসা টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রীর বলেন, ‘আমি আজ আপনাদের বলে দিচ্ছি, ২০১১ বিশ্বকাপের ফাইনালটা আম’রা বিক্রি করে দিয়েছিলাম। যখন আমি ক্রীড়ামন্ত্রী ছিলাম, তখনও এটাই বিশ্বা’স করতাম। ২০১১ সালে আম’রা জিততে পারতাম। কিন্তু ম্যাচটি বিক্রি করে দেই।

আমা’র মনে হচ্ছে, এটা নিয়ে এখন বলা উচিত। আমি খেলোয়াড়দের জড়াচ্ছি না, তবে তখন কয়েকটা শাখা জড়িত ছিল।’ আলুথামাগের দাবি, ম্যাচের দিন কয়েকজন সিনিয়র ক্রিকেটারের আচরণ ছিল সন্দেহজনক। একজন সিনিয়র ক্রিকেটার ড্রেসিংরুমে বসে সেদিন ৫০টিরও বেশি সিগারেট ধূমপান করেছিল বলে জানাচ্ছেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অধিনায়কের পদত্যাগ সন্দেহকে গাড় করেছে বলেও অ’ভিযোগ সাবেক এ মন্ত্রীর। উল্লেখ্য, সেই ম্যাচে লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন কিংবদন্তি কুমা’র সাঙ্গাকারা। উপযু’ক্ত ত’দন্ত হলেই প্রকৃত সত্য বের হয়ে আসবে বলেই মত আলুথামাগের।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।