প্রবাস ডেস্কঃ
১৮ জুন ২০২০ প্রিয় প্রবাসী , পূর্ববর্তী বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আপনাদেরকে জানানাে যাচ্ছে যে , দূতাবাসের অনুরােধে বাংলাদেশ বিমান একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে , যার মাধ্যমে ফ্লাইটটি আগামী ২৪ জুন তারিখে বাহরাইন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবে ।
সে লক্ষ্যে আগামী ২৪ জুন ভাের ৩:৩০ মিনিটে বিমানটি বাহরাইন থেকে রওনা হবে । সে অনুযায়ী ৩৮২ জন যাত্রী ইকোনমি ক্লাস টিকেট কেটে বাংলাদেশে যেতে পারবেন । এছাড়াও ৩০ টি বিজনেস ক্লাস টিকেট হয়েছে যেগুলােতে বিমান ভাড়ার হার বেশি । ভাড়ার হার : ১৭৯ দিনার ( ইকোনমি ক্লাস )
বাহরাইন সরকার যাদের নাম অনুমােদন করেছে , তাদের প্রথম ৩৮২ জনকে তাদের হােয়াটসঅ্যাপ নাম্বারে দূতাবাস থেকে জানানাে হবে । যাদের হােয়াটসঅ্যাপ নেই তাদেরকে মেসেজ দিয়ে বা কল করে জানানাে হবে ।
লক্ষ্য করুন , যারা আবেদন করেছেন , তাদের কিছু সংখ্যক আবেদনকারী বাহারাইন সরকার কর্তৃক অনুমােদন পাননি । যারা অনুমােদন পাননি , তাদের কেউ ইতােমধ্যে দূতাবাসে পাসপাের্ট জমা দিয়ে দূতাবাস তাদের সাথে যােগাযােগ করবে যেন তারা দূতাবাস থেকে পাসপাের্ট সংগ্রহ করে নিতে পারেন ।
আপনাদের টিকেট কাটার সুবিধার জন্য আমরা বাংলাদেশ বিমান কর্তৃক মনােনীত DNATA অফিসকে দূতাবাসে এসে কাজ করার সুযােগ দিয়েছে । আগামীকাল শুক্রবার ও পরশু দিন শনিবার এই দুদিনের মধ্যে টিকেট কাটার কাজটি শেষ করা হবে ।
এই লক্ষ্যে যাদের সাথে দূতাবাস যােগাযােগ করবে তারা আগামীকাল দূতাবাসের হােয়াটসঅ্যাপ ম্যাসেজ অনুযায়ী নির্ধারিত সময়ে ১৭৯ দিনার সহ এসেটিকেট কাটবেন ও টিকেট সংগ্রহ করবেন ।
মনে রাখবেন যে তালিকার বাইরে কারাে জন্য DNATA অফিস টিকিট কাটবে না । আমরা তালিকাটি অতিসত্বর ফেসবুক পেজে পােস্ট করব ।
যেহেতু বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী , ঢাকা বিমান বন্দরে আপনাদের সকলের করােনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য সনদ চেক করা হবে , সে কারণে আপনাদেরকে অবশ্যই বাহরাইন থেকে স্বাস্থ্য সনদ নিয়ে যেতে হবে ।
তাই আপনারা যারা টিকিট কাটবেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করতে হবে । সে লক্ষ্যে স্বাস্থ্য সার্টিফিকেট নেওয়ার জন্য দূতাবাস আপনাদের হােয়াটসঅ্যাপ নম্বরে বা কল করে নির্দিষ্ট সময় ও তারিখ জানিয়ে দিবে । সে অনুযায়ী ২১ , ২২ ও ২৩ তারিখে আপনারা হিদ এ অবস্থিত দার – আল – শেফা হাসপাতালে গিয়ে ৩ ( তিন ) দিনার দিয়ে আপনার স্বাস্থ্য পরীক্ষা করে সার্টিফিকেট সংগ্রহ করে নিন ।
চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে আপনারা বাহরাইনের এয়ারপাের্টে ২৩ জুন রাত সাড়ে ১০ টার মধ্যে উপস্থিত থাকবেন ।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর দ্বিতীয় বিশেষ ফ্লাইট এর ব্যবস্থা আগামী ২৬ জুন তারিখে নিশ্চিত করার জন্য বাংলাদেশ দূতাবাস এখনাে চেষ্টা করছে । সেটি করা সম্ভব হলে আরাে ৩৮২ জন প্রবাসীর বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা সম্ভক ধন্যবাদ ।