গাইবান্ধা থেকে আবু নাসের সিদ্দিক তুহিনঃ
গাইবান্ধা সদর উপজেলায় বিআরডিবির আয়োজনে ১৭ জুন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ হল রুমে বিআরডিবির প্রকল্প সমন্বিত দারিদ্র দূরীকরণ প্রকল্প স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সুফলভোগীদের ১৫দিন ব্যাপী এব্রোয়ডারী ট্রেড আই জি এ ভিত্তিক এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।
উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন,গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূণ কুমার চক্রবর্তী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবদুল মতিন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবির, পল্লী উন্নয়ন অফিসার তাহাজুল ইসলাম, প্রকল্প পরিচালক আব্দুর সবুর প্রমুখ বক্তব্য রাখেন।