গ্রেপ্তার ও তদন্তের মুখে থাকা বাংলাদেশী এমপি শহীদুল ইসলাম পাপুল, কুয়েতের সিআইডি ডিপার্টমেন্টের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন! সুবিধা আাদায়ের লক্ষ্যে, কুয়েতে ৩ জন উচ্চ পদস্থ ব্যক্তিকে ১ মিলিয়ন দিনার দিয়েছিল ! গোয়েন্দা টিমের ৩ জনের নাম ও বলেছেন মারাফির এই কর্নধার! আরব টাইম সুত্রে এইসব তথ্য জানা যায়!
গতকাল কুয়েতের আদালতে পাপুলের আইনজীবী, যেকোনো গ্যারান্টি দিয়ে পাপুলের জামিন নিতে আদালতের কাছে আর্জি জানান, কিন্তু আদালত তা নাকচ করে!