রংহীন আষাঢ় – মিথিলা মিলি
রংহীন আষাঢ়
মিথিলা মিলি
আকাশ-বাতাস কাঁপিয়ে দীঘল কালো ঘন কেশের মত চারিপাশ করে আজ আর মনে হয় বর্ষার আগমন ঘটেনা।।।।
যদিও ঠিক এমনি হয় দেখবো
কেমন করে????????
গ্রাম ও আজ শহরের মত ঢাকা পড়েছে ইট-পাথর আর চুন- চুকড়ির আবরনে।।।।
কদমফুল আর জাফরানি ফুল জানান দিয়ে আসেনা আর আষাঢ়ের আগমনী বার্তা।
দীঘল ঘন কালো কেশের মত যে মেঘ জমে আকাশে তাও অজানা।
এই স্বপ্নের গ্রামে ফুলের পসরা সাজিয়ে ও আষাঢ় আসেনা।।
শুধু আষাঢ়ের টের পাওয়া যায় আম-কাঁঠালের মৌ মৌ গন্ধে।।
আজ আষাঢ় কোন রমনীর কাজল ভরা চোখে স্বপ্ন নিয়ে আসেনা।
এখানে আষাঢ় আসে—–
ইট-পাথরের গায়ে এত নতুন ইতিহাস লিখে দিতে।।।।
গ্রামে কোন হৈ-হুল্লোড় নিয়ে আজ আর আষাঢ় আসেনা।।।
নতুন পুঁটিমাছের লাল শাড়ি পরা ঝাঁক,, ডাল-চাল ভাজা,,,নকশীকাঁথায় স্বপ্ন বোনা,,লুডু,,
কানামাছি,,অজস্র সময় বৃষ্টিতে ভেজা সবই আজ দূরত্ব বাড়িয়েছে।।।
আজ গ্রামে নিরবে আষাঢ় আসে না বলেই সে চলে যায় হঠাৎ করে।
জীবনের খাতায় যোগ হয় আরো একটা রংহীন আষাঢ় মাস।।।।