অান্তর্জাতিক প্রতিনিধিঃ
গ্রেফতার ঠেকাতে কুয়েতের সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন বাংলাদেশের সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুল। পাপুলকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে দেশটির পুলিশ। আরব টাইমস।
মামলায় নাম উঠে আসার পর কর্মকর্তাদের মোটা অংকের ঘুষ দেন পাপুল। এক মিডলম্যানের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার হাতে ঘুষ দিয়েছিলেন।
এখন পর্যন্ত দেশটির ৭ শীর্ষ কর্মকর্তা ও তিন সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ। এর আগে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে আটক করে কুয়েতি পুলিশ।
অন্যদিকে, পাপুলের বিরুদ্ধে ১১ জন প্রবাসী বাংলাদেশিআদালতে সাক্ষ্য দিয়েছেন। সেখান থেকেও উঠে আসছে নানা তথ্য।