ডাক পিয়ন
মিথিলা মিলি
ডাক পিয়ন আজ
হারিয়ে গেছে প্রবল
স্রোতে পড়ে।।।
থলি ভর্তি চিঠি নিয়ে
আর আসে নাকো কারো
ঠিকানা ধরে।।
জমকালো নয় সাদাসিধে
পোশাক পরে দেহে—
আলোর মশাল হাতে
নিয়ে ডাকপিয়ন
আসতো হেঁটে।।
থলে থাকতো চিঠিতে
ভরা রঙিন খামে খামে।
স্বপ্নের আদান-প্রদান
হতো তারই মাধ্যমে।।
স্রোতে পড়ে ডাকপিয়ন
তাই আহত হয়েছে খুব।
তাইতো আজকাল আর
মেলেনা ডাকপিয়নের খোঁজ।।।