ফেনী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন। জেলা স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো জানায়, করোনা পরীক্ষার জন্য নমুনা পরীক্ষা দিয়েছিলেন সিভিল সার্জন ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মো. সাজ্জাদ হোসেন। শুক্রবার(১২ জুন) নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে প্রেরিত প্রতিবেদনে তার নমুনা শনাক্ত হয়।
এদিকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিমকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
ডা. রুবাইয়াত বিন করিম জানান, আমাকে দায়িত্ব পালন করতে মৌখিকভাবে বলা হয়েছে।
Attachments area