বর্ষা বিকালে
এক ঝুম বৃষ্টির দিনে
তোমাকে ডেকে ছিলাম
আমার অনুভূতি দরজা খোলে!
কিছু প্রেম জমিয়ে ছিলাম
তোমাকে ভালোবেসে
উৎসর্গ করবো বলে
ঝুম বৃষ্টির শেষে,
বৃষ্টিময় দিনে শেষে
সন্ধ্যার বুকে দুজন
বৃষ্টির জলে হেটে হেটে
ভালোবাসা কথা গুলো
জেনে নিতাম অনুভূতি হৃদয়ে!
তোমার প্রিয় কদম ফুল কুড়িয়ে
দিতাম খোঁপায় গেঁথে
এক ঝুম বৃষ্টির দিনে,
আকাশ সমান ভালোবেসে
দুজন সঙ্গী হয়ে
প্রেমিক সেজে
একই সুরে সুর মিলিয়ে
হাত ধরে কবিতা বলিতাম!
সন্ধ্যার বুকে
বৃষ্টির জলে দাঁড়িয়ে
এক ঝুম বৃষ্টির দিনে।।