বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট রিয়াদ-ঢাকা/ জেদ্দা-ঢাকা

প্রবাস ডেস্কঃ


রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস/ জেদ্দাস্থ বাংলাদেশ কন্সুলেটের উদ্যোগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আগামী ২০ জুন ২০২০ (সম্ভাব্য তারিখে)সৌদি আরবের রিয়াদ থেকে ও আগামী ০১ জুলাই ২০২০ (সম্ভাব্য তারিখে) সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের দুইটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আটকেপড়া বাংলাদেশীদেরকে নিজ খরচে দেশে ফেরার জন্য নিম্নোক্ত লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

লিংকঃ – https://docs.google.com/…/1FAIpQLSepAeZBIF5dObjPAV…/viewform
শর্তাবলীঃ
১। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।রেজিস্ট্রশনকারীদের মধ্য থেকে প্রথম (৪০০ + ৪০০) জনকে দূতাবাসের পক্ষ থেকে ফোন করে টিকেট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যদেরকে ক্রমানুসারে ফোন করা হবে। এই রেজিস্ট্রেশন কোন ভাবেই আপনার টিকেট বুকিং কিংবা বাংলাদেশে যাওয়ার নিশ্চয়তা প্রদান করে না।

২। বিশেষ বিমান পরিচালনার জন্য সর্বনিম্ন ৪০০ জন করে যাত্রী হতে হবে।

৩। রিয়াদ-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্যঃ সুলভ শ্রেনী (Economy Class)- ২৮০০ সৌদি রিয়াল , বিজনেস শ্রেনী(Business Class)-৩৮০০ সৌদি রিয়াল
ব্যাগেজ এলাউন্সঃ
সুলভ শ্রেনী (Economy Class)- মোট ৪০ কেজি (২টি)+ ৭ কেজি কেবিন লাগেজ (১টি) , বিজনেস শ্রেনী (Business Class)- মোট ৫০ কেজি(২টি)+ ৭ কেজি কেবিন লাগেজ(১টি)

৪। জেদ্দা-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্যঃ সুলভ শ্রেনী (Economy Class)- ৩০৩০ সৌদি রিয়াল , বিজনেস শ্রেনী(Business Class)- ৪০৩০ সৌদি রিয়াল

৫। বাংলাদেশী পাসপোর্টধারীগণ যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন শুধু তারাই উক্ত বিমানে ভ্রমণ করতে পারবেন।

৬। রেজিস্ট্রেশনকৃতগণ অগ্রতার ভিত্তিতে দূতাবাস থেকে ফোন পাওয়া সাপেক্ষে বাংলাদেশ বিমানের নির্দিষ্ট অফিস থেকে টিকেট ক্রয় করতে হবে।

৭। করোনায় আক্রান্ত নন/কোন উপসর্গ নেই এই মর্মে সৌদি কর্তৃপক্ষ-কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট বিমানে প্রবেশের পূর্বে প্রত্যেক যাত্রীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। ঢাকায় অবতরণের পর বিমান বন্দরে তা জমা দিতে হবে এবং বাংলাদেশ সরকার নির্ধারিত সংগনিরোধ (Quarantine) সম্পর্কিত সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লোভস পরিধান ও স্বাস্থ্য-বিধি অবশ্যই মেনে চলতে হবে।

৮। যে কোন জরুরী প্রয়োজনে কোন কারণপ্রদর্শণ ব্যাতীত কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন/ ফ্লাইট বাতিল করতে পারবে।

৯। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-
ক। তথ্য(রিয়াদ)
মো. আমিনুল হক ভূইয়া
রিজিওনাল ম্যানেজার, রিয়াদ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড
ই-মেইলঃ ruhuu@bdbiman.com
ফোনঃ ০৫০ ৪২৪ ৬৩৫২

খ। টিকেট(রিয়াদ)ঃ
জনাব সোহেল আহমেদ; ফোনঃ ০৫৬ ৯৬৪ ১৮২৪; ই- মেইলঃ sohelbiman@gmail.com
জনাব আশফাক আহমেদ; ফোনঃ ০৫৬ ৫৬৪ ৪৬৭১; ই-মেইলঃ sah.afq@gmail.com

গ। তথ্য (জেদ্দা)ঃ
জনাব সাদেকুল ইসলাম (রনি)
ফোনঃ ০৫৫ ৮৮৭ ২৫৮০

ঘ। টিকেট(জেদ্দা)ঃ
আল-নাখীল সেন্টার
মদিনা রোড, পোস্ট আফিস বক্স ১৩৫৪১
জেদ্দা ২১৪১৪
ফোনঃ ৬৬৫৩০২৩, ৬৬৫২৯৪৮
মোবাইল ঃ ০৫০ ৫৬১ ৮২১৩

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।