মধ্যবিত্ত – মিথিলা মিলি
মধ্যবিত্ত – মিথিলা মিলি
দুনিয়াতে আমরা যারা
আছি মধ্যবিত্ত।।।
নইকো ধনী-নইকো গরীব
তবুও পরিপূর্ণ চিত্ত।।।।
দিনের বেলা হাড় ভাঙ্গা খাটুনি
রাতে শান্তির নিদ।।
এভাবেই যেনো কাটে
নির্লোভ অহর্নিশ।।
ধনীর তো চিন্তা ভিষন
কোটিপতি হয়ে
রাতের বেলাও হিসাব
কষে ঘুমাতে নাহি পারে।
গরীব হলো জনম দুঃখি
ক্ষুধার জ্বালা খুব
ন্যায়- অন্যায়ের
ধার ধারেনা
পথভ্রষ্ট হয় রোজ।।