শূন্যতা – নকুল চন্দ্র উকিল
কত নিশি জাগিয়া ছিলেম তোমার কথা ভেবে
ছবি হাতে নিয়ে বসে আছি আসবে তুমি কবে
তুমি নামক মানুষটা হারিয়েছি কতকাল আগে।
বিষণ্ণতায় ছুঁয়েছে মন শূন্যতায় হারায়েছি নিজেকে
বিধাতার বিধান তাইতো জীবন এভাবে সেজেছে।
ঝর্ণার ঝর্ঝরিত জলরাশির মত হাজার কণা জল
জমিয়াছে চোখ জুড়ে ভেবে তোমায় করে টলমল।
নিস্তব্ধ আর ক্লান্ত রাএি জুড়ে ডাকিতেছে হুতুম পেঁচা
শুকনো গাছের মগডালে
মধ্যরাতের শিয়াল গুলো ভয়ানক শব্দ করে
হুমড়ি খেয়ে পড়ে নিজের বাসা খোঁজে।
ডাল ভাঙা আহত পাখীর খোঁজ রাখে না কোন পথিক
বুকে টেনে নেয়না তারে যদিবা হয় হৃদয়ের ক্ষতি
বাঁধ ভাঙা জোয়ার পানি গড়ে নেই তার আপন দিক।
শত কুঠারের আঘাত সহিয়াছে বটবৃক্ষ নিরবে নিভৃতে
কঠিন বুকে ধারন করিয়াছে পাহাড় সবুজ শ্যামাতে।
তারে বারে বারে চাহিয়া পেয়েছি নির্লজ্জ উপাধি
তোমারি বুকে শেষ নিঃশ্বাসে হয় যেন মোর সমাধি।