দোটানা – মিথিলা মিলি
আমার জেগে থাকতে
কষ্ট হয়——
ঘুমিয়ে পড়তে আরো
বেশী কষ্ট হয়।।।।
দোটানায় পড়ে আজ
জীবন হয়েছে বিষাদময়।
জেগে থেকে যত রঙিন
স্বপ্ন আকি ——
ঘুমিয়ে পড়লে হয় স্বপ্ন চূর্ন
তাই আমি ঘুমাতে
নই রাজি।।।
জেগে থাকার অনেক
ইচ্ছে যদি বাঁচি শতযুগ।
লাল-নীল স্বপ্ন গুলোকে
কল্পনায় নয় বাস্তবে দিবো রূপ।।।।
ঘুমিয়ে থাকলে অগুছালো
জীবন স্বপ্ন্ররা আধমরা।।
স্রোতের বাঁকে ভাসে সব
দোটানায় বাঁচে যারা।।