ঝড়
মাসুদুর রহমান মাসুদ
ঝড় এসে ভেঙ্গে দিল ফসলি জীবন
গৃহস্থালীর কত জিনিস কত কি আপন
ঘাসের উপর পরে আছে কিছু আবরণ!
ডানা ভাঙ্গা সোনালি ঘুঘু
বিষাদ যাপন-
ঝিমিয়ে আছে শুধু নেই আলোড়ন!
চোখ থেকে ছুটে নদী নেই কলেবর
চলে যায় ঝড়, রেখে যায় কালো থাবা
নিরব নিথর!