ছদ্মবেশী – মিথিলা মিলি
ছদ্মবেশী 
মিথিলা মিলি
হে ছদ্মবেশী তুমি কি জানো???
যতটা তুমি কৌতুকের—–
তার থেকেও বেশী করুনার পাএী।।
শরীর তুমি যতই ঢাকো
দামি বেশভূষায়,,
চলনে- বলনে তোমার প্রকাশ পাবেই
সেই মিথ্যা অবলিলায়।
ছদ্মবেশে যতই ঘুরো—
সত্যের দুনিয়াতে।।।।।
রোজ নিশীথে কাঁদিবে তুমি
একাই নিজের সাথে