নগর২৪ডেস্ক:
স্বাস্থ্য অধিদফতর ও ব্র্যাক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। জানা গেছে, করোনাটেস্টডটব্র্যাকডটনেট (coronatest.brac.net) এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করলে নমুনা সংগ্রহ করা হবে।
করোনা পরীক্ষার কাজকে সহজীকরণ করতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে বেসরকারি সংস্থা ব্র্যাক এ কাজে সর্বোচ্চ সহায়তা করছে।ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর সহযোগী পরিচালক মুর্শেদা চৌধুরি বলেন, নাগরিকগণ করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে ডিএনসিসি আটটি স্থানে ও ডিএসসিসির পাঁচটি স্থানে বুথ স্থাপন করা হয়েছে। যেখানে বিনামূল্যে করোনা টেস্ট করা করা শুরু হয়েছে।
তিনি জানান, অনলাইন রেজিস্ট্রেশন করার পর তথ্য সংগ্রহ শুরু করা হয়। এরপর উক্ত ব্যক্তি করোনা আক্রান্ত কিনা ডাক্তারদের সন্দেহ হলে কেবল নিকটস্থ বুথে নমুনা সংগ্রহ করতে পাঠানো হয়। স্বাস্থ্য অধিদফতরে এসব নমুনা প্রতিদিন জমা দেয়া হয়।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দৈনিক এক একটি বুথ থেকে তারা ত্রিশটি নমুনা সংগ্রহ করে। সক্ষমতা বেশি হলেও, গবেষণাগারের সক্ষমতার ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতর আপাতত এই সীমা ঠিক করে দিয়েছে।
বুথের সংখ্যা প্রতিদিনই বাড়াচ্ছে ব্র্যাক। এর মধ্যে যেসব জায়গায় বুথ বসানো হয়েছে-
স্বাস্থ্য অধিদফতরের অধীনে এবং যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) অর্থায়নে সারাদেশে ৬০০ বুথ স্থাপন করবে ব্র্যাক।