বিনামূল্যে করোনা পরীক্ষা , অনলাইনে নিবন্ধন যেভাবে করবেন

নগর২৪ডেস্ক:


স্বাস্থ্য অধিদফতর ও ব্র্যাক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। জানা গেছে, করোনাটেস্টডটব্র্যাকডটনেট (coronatest.brac.net) এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করলে নমুনা সংগ্রহ করা হবে।

করোনা পরীক্ষার কাজকে সহজীকরণ করতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে বেসরকারি সংস্থা ব্র্যাক এ কাজে সর্বোচ্চ সহায়তা করছে।ব্র্যাকের স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর সহযোগী পরিচালক মুর্শেদা চৌধুরি বলেন, নাগরিকগণ করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষা করতে ডিএনসিসি আটটি স্থানে ও ডিএসসিসির পাঁচটি স্থানে বুথ স্থাপন করা হয়েছে। যেখানে বিনামূল্যে করোনা টেস্ট করা করা শুরু হয়েছে।

তিনি জানান, অনলাইন রেজিস্ট্রেশন করার পর তথ্য সংগ্রহ শুরু করা হয়। এরপর উক্ত ব্যক্তি করোনা আক্রান্ত কিনা ডাক্তারদের সন্দেহ হলে কেবল নিকটস্থ বুথে নমুনা সংগ্রহ করতে পাঠানো হয়। স্বাস্থ্য অধিদফতরে এসব নমুনা প্রতিদিন জমা দেয়া হয়।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দৈনিক এক একটি বুথ থেকে তারা ত্রিশটি নমুনা সংগ্রহ করে। সক্ষমতা বেশি হলেও, গবেষণাগারের সক্ষমতার ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতর আপাতত এই সীমা ঠিক করে দিয়েছে।

বুথের সংখ্যা প্রতিদিনই বাড়াচ্ছে ব্র্যাক। এর মধ্যে যেসব জায়গায় বুথ বসানো হয়েছে-

  • সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল – মিরপুর ১৩
  • ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার – মিপুর ১৩
  • আনোয়ারা মুসলিম গার্লস স্কুল অ্যান্ড কলেজ – বাউনিয়া
  • উত্তরা আধুনিক মেডিকেল কলেজ – উত্তরা
  • উত্তরা হাই স্কুল (ডিএনসিসি) – সেক্টর-৬, উত্তরা
  • ১০ নং কমিউনিটি সেন্টার (ডিএনসিসি) – সেক্টর ৬, উত্তরা
  • উত্তরখান জেনারেল হাসপাতাল – উত্তরখান, ওয়ার্ড ৪৫
  • নবজাগরণ ক্লাব, জামতলা – ইসমাঈলদেওয়ান মহল্লা, আজিমপুর, দক্ষিণখান
  • পল্টন কমিউনটি সেন্টার – নয়াপল্টন, পল্টন থানার উল্টোদিকে
  • কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল – ১ ও ২ (শুধুমাত্র পুলিশ সদস্যদের জন্য)
  • প্রেসক্লাব – (তোপখানা)
  • ৫০ নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি কমিউনিটি সেন্টার – শহীদ ফারুক সড়ক, জলাপাড়া, যাত্রাবাড়ি
  • সুইপার কলোনী, দয়াগঞ্জ বস্তি – যাত্রাবাড়ি
  • হাজী জুম্মন কমিউনিটি সেন্টার – নয়াবাজার মোড়, হাজী রশিদ লেন
  • বাসাবো কমিউনিটি সেন্টার – বাসাবো
  • ঢাকা রিপোর্টার্স ইউনিটি – সেগুনবাগিচা
  • আমলিগোলা পার্ক ও কমিউনিটি সেন্টার – ধানমন্ডি
  • সূচনা কমিউনিটি সেন্টার – মোহাম্মদপুর
  • আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার (ডিএনসিসি) – মধুবাগ, মগবাজার
  • মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম চৌধুরী কমিউনিটি সেন্টার – কামরাঙ্গীরচর
  • শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল – টঙ্গি
  • উপজেলা হেলথ কমপ্লেক্স – সাভার

স্বাস্থ্য অধিদফতরের অধীনে এবং যুক্তরাজ্যের উন্নয়ন সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) অর্থায়নে সারাদেশে ৬০০ বুথ স্থাপন করবে ব্র্যাক।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।