ফুল দিয়ে বরন সিংড়ায় করোনা জয়ী ১২ পুলিশ সদস্যদের

বেলায়েত হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ


নাটোরের সিংড়ায় করোনা জয়ী করে বীরের বেশে সিংড়া থানায় ফিরলেন ১২ জন পুলিশ সদস্য । রবিবার দুপুর ১ টার দিকে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী তাঁদের বরণ করে নেন।

এসময় সিংড়া থানার ওসি (তদন্ত) সেলিম রেজা উপস্থিত ছিলেন । সিংড়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: আমিনুৃল ইসলাম জানান, আজ ১২ জন পুৃলিশ সদস্যদের ছাড়পত্র প্রদান করা হয়েছে। সবাই বর্তমানে সুস্থ এবং কর্মস্থলে রয়েছে।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, বাংলাদেশ পুলিশের সকল সদস্য করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। সিংড়া থানা ও এর ব্যতিক্রম নয়। আমরা মহান আল্লাহর উপর ভরসা রেখে পুলিশ সুপারের নির্দেশেনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করতে সার্বিকভাবে কাজ করেছি এবং সফল হয়েছি ।

উল্লেখ্য: গত ১১ ও ১২ মে সিংড়া থানার সকল পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। ১৮ মে ১২ জন পুলিশ সদস্যদের করোনা পজেটিভ আসে। পরে তাদের সবাইকে পৌর কমিউনিটি সেন্টারে আইসোলেশনে রাখা হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে। স্বাস্থ্য বিধি মেনে তারা সুস্থতা লাভ করেন। আমরা সবাই মিলে ঘরে থাকবে জরুরী প্রয়োজন ছাড়া বের হবে না।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।