জননেতা মমতাজ এর মৃত্যু বার্ষিকী

বেলায়েত হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ


৬ জুন নাটোর আওয়ামী লীগের অন্যতম অভিভাবক জননেতা মমতাজ উদ্দিনের ১৭ তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে নানা কমৃসূচী গ্রহণ করেছে লালপুর বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্যরা।

২০০৩ সালের ১৭ জুন আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও লালপুরের-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য সাবেক এমপি মমতাজ উদ্দিনকে নির্মম ভাবে হত্যা করা হয়।ওইদিন রাতে একটি অনুষ্ঠান শেষে গোপালপুর থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি আব্দুলপুর ফিরছিলেন তিনি।

গোপালপুর-আব্দুলপুর সড়কের মাঝামাঝি নির্জন এলাকায় ওঁত পেতে থাকা ঘাতকরা কুপিয়ে জখম করে মমতাজ উদ্দিনকে।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সৎ এবং স্পষ্টভাষি বার্ষিয়ান এ রাজনীতিক। এ ব্যাপারে মামলা হলে নানা প্রতিবন্ধকতা শেষে চার্জশীট দেয় পুলিশ।

১০ বছর মামলা চলার পর ২০১৩ সালের ১৩ মার্চ ৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৩ জনকে খালাশ দেয় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এদিকে জননেতা মমতাজ উদ্দিনের ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকালে লালপুর উপজেলার গোপালপুর চিরঞ্জীব মমতাজ স্মরণ সৌধে শ্রদ্ধা নিবেদন নিবেদন করেন বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি,মোঃ নাজমুল হাসান নাহিদ।

এছাড়া মমতাজ উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় স্বল্প পরিসরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাহিদ, সাধারণ সম্পাদক সিহাব মাহমুদ সজল, সাংগঠনিক সম্পাদক দিবস, সাংগঠনিক সম্পাদক মেহেদী, প্রচার সম্পাদক তানিব, ছাত্রলীগে নেতা তুহিন, শাওন, রাব্বি, রাহী সহ বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সকল সদস্যবৃন্দ।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।