প্রযুক্তি বিভাগঃ
যদি সোস্যাল মিডিয়ায় কেউ কারো ফেসবুক, ইমেইল, ইনস্টাগ্রাম বা অন্য কোন আইডি হ্যাক করলে নিন্মোক্ত ধারায় মামলা করে আইনের আশ্রয় নিতে পারেন। শাস্তিসহ ধারাঃ
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩৪ ধারা অনুযায়ী-
(১) যদি কোনো ব্যক্তি হ্যাকিং করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১৪ (চৌদ্দ) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ১ (এক) কোটি টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
(২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধ দ্বিতীয় বার বা পুনঃপুন সংঘটন করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে, বা অনধিক ৫ (পাঁচ) কোটি টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।
লেখায় : Md Golam Rosul
গোয়েন্দা অফিসার
সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট. ডি এম পি