গাইবান্ধা জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে-৭৭
আবু নাসের সিদ্দিক তুহিন(গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলায় নতুন করে আরও ৬ জনের কোভিড উনিশ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । এ নিয়ে গাইবান্ধা জেলায় আজ পর্যন্ত ৭৭ জনের শরীরে ভাইরাসটির সন্ধান মিলেছে । গাইবান্ধা জেলায় আক্রান্ত ৭৭ জনের মধ্যে মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ২২ জন। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৫২ জন।
গাইবান্ধায় গতকাল শুক্রবার ১ জন করোনা শনাক্তের পর ৬ জুন শনিবার জেলায় নতুন করে আরও ৬ জন করোনা আক্রান্তের সন্ধান মেলে। এদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১ জন, গোবিন্দগ্জ উপজেলায় ১ জন, সাঘাটা উপজেলায়় ১ জন এবং সাদুল্লাপুর উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছে ।
এ নিয়ে শুধুমাত্র গত দশ দিনেই গাইবান্ধা জেলায়় ৪৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। গাইবান্ধা জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সদরে ১৬, ফুলছড়িতে ১, সাঘাটায় ৪, পলাশবাড়ীতে ৬, গোবিন্দগঞ্জে ৩৬, সুন্দরগঞ্জে ৪ এবং সাদুল্লাপুর উপজেলায় রয়েছেন ১২ জন। এরমধ্যে গোবিন্দগঞ্জে আক্রান্ত ২ জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে।
গাইবান্ধা সিভিল সার্জন ডা. এ.বি.এম আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করেছেন ।
এদিকে গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় শনিবার (০৬ জুন) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নতুন করে ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৮৮ জন।
এরমধ্যে সুন্দরগঞ্জে ১৩, গোব্দিন্দগঞ্জে ১৫০, সদরে ১০৭, ফুলছড়িতে ৫১, সাঘাটায় ৪৯, পলাশবাড়িতে ১৭ এবং সাদুল্লাপুর উপজেলায় রয়েছেন ১০১ জন। এছাড়া ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৭১ জনকে দেয়া হয়েছে ছাড়পত্র।