সারোয়ার হোসেন, তানোর :
রাজশাহীর তানোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটের ঘটনা ঘটেছে। আজ(গতকাল) শুক্রবার বিকেলে উপজেলার ডাকবাংলো মাঠে এমন মারপিটের ঘটনাটি ঘটেছে। প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সদর ডাকবাংলো মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষ (কুঠিপাড়া ও গুবির পাড়া) গ্রামে সংঘর্ষের ঘটনাটি। এতে করে মুহুর্তের মধ্যে আতংকিত হয়ে পড়ে এলাকাবাসী। এসময় থানার পুলিশ বাহিনী এসে ঘটনাটি শান্ত করেন।
এমন চাঞ্চল্যকর মারপিটের ঘটনাটি ঘটেছে আজ(গতকাল) শুক্রবার বিকেলে উপজেলা সদর ডাকবাংলো মাঠে। এঘটনায় উভায় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব বলেন, মুঠোফোনে সংঘর্ষ মারপিটের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদি উভয় পক্ষের কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।