ক্লান্ত পৃথিবী
মাে : নবীরুল ইসলাম
হাজার বছর ধরে চলেছাে তুমি
নিরন্তর এক গন্তব্যহীনে ,
কেউ বুঝেতে পারেনি তােমার ক্লেশ
রয়েছ তুমি কতটা জীর্ণশীর্ণ ।
আজ বড় ক্লান্ত , বড় শ্রান্ত
মুক্তি চাও এই গহীন হাহাকার ,
নিজের সবকিছু উজাড় করে
শান্তির নীড় খুজো বারেবার ।
বুকের ভিতরে কতটা ক্ষত ছিল তােমার
জগৎ রঙ্গমঞ্চ বুঝেনি কোনদিন ,
আজ যখন তােমার জমানাে কষ্ট বুঝলাে
নিরন্তর যাত্রা থেমে গেছে ততদিন ।
হয়তােবা থামিয়ে দিবে এই কোলাহল
তােমার চিরন্তন বিশ্রামের তরে ,
কতটা যন্ত্রণা দিয়ে করেছি অবহেলা
বুঝেছি তােমার নিষ্পলক চাহনির পরে ।