সামছুল আরেফিন(নিজস্ব প্রতিবেদক) ঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাসায় মারা যান তিনি।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল খালেকের মেয়ে রওশনারা জানান, করোনাভাইরাসে সংক্রমিত কিনা জানতে গত সোমবার এনাম মেডিকেলে নমুনা দেওয়া হয়। আজ সকালে পাওয়া ফলাফলে দেখা যায়, তিনি করোনা পজেটিভ। কিন্তু এর আগেই আজ ভোরে তিনি মারা যান।
২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ।