নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৪২৩ জনের। অন্যদিকে মৃত্যু হয়েছে ৩৫ জনের।
এতে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৫৭ হাজার ৫৬৩ জনে। আর করোনায় মোট মৃতের সংখ্যা দাড়াল ৭৮১ জনে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এ সময় ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।