বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি:
যশোরে আরও ৩ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৬ নমুনা পরীক্ষায় ওই ৩ জনের ফলাফল পজেটিভ হয়।
বাকি ২৩ জনের নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার সকালে জিনোম সেন্টারে দায়িত্বরতরা এই ফলাফল প্রকাশ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন,ফলাফলের কপি সিভিল সার্জনকে মেইলে জানানো হয়েছে।
উল্লেখ্য,বৃহস্পতিবার সকাল পর্যন্ত যশোর জেলায় মোট ১১৪ জন করোনা রোগী শনাক্ত হলো।