“তোলপাড়”
মাসুদুর রহমান মাসুদ
হাতের তালুতে এসেছিল নক্ষত্র রাত
সন্ধ্যায় রাত ভিজে গলে ছিল চাঁদ।
আঁকাশ উরনা মেলে ফেলে ছিল ফাঁদ।
এই নাক্ষত্রিক আলো রাখ অপ্সরা
ফুল সব দেখ ডালে আছে মায়া ভরা।
পাপড়ি মাধুরে মাখা অধরের দ্বার
গলায় ছিল একখানা চুল যেন মতিহার।
প্রেম যেন এক নদী উপাখ্যান
সবিস্তারে ভাঙ্গে করুণ রাখে প্রতিদান।
স্রোতস্বিনী তুমি ভাঙ্গো শুধু পাড়
বুকের ভেতরে দেখ করে তোলপাড়!