মোঃ বেলায়েত হোসেন (নাটোর) জেলা প্রতিনিধি:
করোনা মুক্ত হয়ে কাজে যোগ দিলেন নাটোর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও ওটি ইনচার্জ রেহানুল করিম রায়হান।আজ মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে হাসপাতালের ওটির দায়িত্ব গ্রহণ করেন।
শারীরিক অসঙ্গতির কারনে গত ৩০ এপ্রিল নমুনা প্রদান করেন রায়হান।৮ মে তার রিপোর্টে করোনা পজিটিভ সনাক্ত হয়।এরপর তাকে ঈশ্বরদীর উপজেলার দাশুড়িয়া গ্রামের বাড়িতে লকডাউনে রেখে চিকিৎসা করানো হয়।
লকডাউনে থাকা অবস্থায় ১৪ দিনের মাথায় পূনরায় তার নমুনা পরীক্ষা করা হয়।২৩ মে তার করোনা নেগেটিভ আসার পর ২৪ মে তাকে আনুষ্ঠানিক ভাবে নেগেটিভ ঘোষনা করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এরপর কয়েকদিন পর্যবেক্ষনে থাকার পর তাকে করোনা জয়ী হিসাবে ঘোষনা দেয়া হয়।সামাজিক দুরত্ব বজায় রেখে নিরাপদ থেকে থেকে সচেতনার সাথে করোনা জয়ের সাফল্য পেয়েছেন তিনি।