মাগুরা হর্টিকালচার কর্তৃক কৃষকদেরকে বিনামূল্যে শাক সবজির বীজ বিতরণ

ফেরদৌস রেজা (মাগুরা)প্রতিনিধি:


মাগুরা হর্টিকালটার সেন্টার চত্বরে আজ মঙ্গলবার দুপুরে ৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে।

ফেরোমন ইন্ডাট্রিস লিমিটেডের উদ্যোগে মাগুরা হর্টিকালটার সেন্টারের সহযোগিতায় এ বীজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা হর্টিকালটারের উদ্ভিদ তত্ত¡বিদ ড. খান মোঃ মনিরুজ্জামান, ফেরোমন ইন্ডাট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আজিজুর রহমান, ডিরেক্টর সেলস্ এন্ড মার্কেটিং অফিসার কেএম মনোয়ার হোসেন হিমেল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমিও পতিত না রেখে প্রতিটি বাড়ির আঙ্গিনায় শাকসবজি লাগানোর যে আহবান জানিয়েছেন, সে লক্ষ্যে শাক সবজির আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে এ বীজ বিতরণ করা হচ্ছে।

If you like the post, share it and give others a chance to read it.

SiteAdmin

This author may not interested to share anything with others on this site.