মোঃ বেলায়েত হোসেন ( নাটোর) জেলা প্রতিনিধিঃ
বগুড়া সদর নির্বাচনী এলাকায় এক সম্ভম পরিবারের সন্তান শফিক প্রমত্তা নদীতে স্রোতের বিপরীতে সাঁতার কেটে তীরে উঠা লোকের সংখ্যা অত্যন্ত কম। সাফল্য আমাদের মতো বৈরী জনপদে ধরা পড়েও কালে ভদ্রে
এরকম একজন সফল রাজনীতিক ব্যাক্তি খুবই কম দেখা যায় ।
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার সোনা পুড়ে যেমন খাদ মুক্ত হয় তেমনি একজন পরিশ্রমীক সংগঠক উত্তর জনপদের মানুষের ভালবাসা ও ভাললাগার প্রথম পছন্দ আপাদমস্তক ডাউন টু আর্থ, এখনো যে সর্বত্রই সাবলীল ,
পার্টির মূল নেতৃত্বের প্রতি যার আপোষহীন অবস্থান ,
গনগনের স্নেহ ভালবাসার অনুজপ্রতিম ,
মতিহারের সবুজ চত্তর থেকে বেড়ে ওঠা আমাদের আবেগ আন্দোলন সংগ্রামের সংগঠন ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সভাপতি, সাম্প্রদায়িক শক্তির নির্যাতনের শিকার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উত্তর বঙ্গের প্রবেশদার বগুড়ার বাসীর অহংকার সর্বোপরী মুজিব রনাঙ্গনের সাহসী যোদ্ধা , বৈশ্বিক করোনা সংকটেও জনগনের পাশে যে অবিচল ধীর লয়ে গভীর রাতে জনগনের দোড়গোড়ায় ত্রাণ সামগ্রীর পৌছে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য সহযোগীতা। সততা ও পরিশ্রমই যাকে আজকের এই অবস্থানে পৌছে দিয়েছে। অগ্রসর পশ্চাৎপদ জনপদের আশার আলো।
সেই সাধারণ মানুষে কাছে আজকের হিরো
সাহসী যৌবনে সুন্দর আগামীর প্রতীক সাধারণ মানুষের ভালবাসার প্রিয় নাম শফিক আজ তার জন্ম দিন।
বিভিন্ন সংগঠনের নেতা কর্মি তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছেন এবং নেতা কর্মিদের সামাজিক দুরত্ব বজায় রেখে জনগণের চাওয়া পাওয়া ভালো বাসা করেনা ভাইরাস সংক্রমণের সাবধানতা সাথে সবাই দায়িত্বশীল হতে বলেছেন।
প্রিয় নেতার জন্মদিন বার বার ফিরে আসুক মেধা মণন ও চেতনায়। বেঁচে থাকুন যুগ যুগ ধরে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা শেখ হাসিনার তার জন্য দোয়া ও ভালবাসা চেয়েছেন দেশ বাসির কাছে।
মোঃ সাখাওয়াত হোসেন সফিক
সাংগঠনিক সাম্পদক -বাংলাদেশ আওয়ামী লীগ
(দায়িত্ব প্রাপ্ত সিলেট বিভাগ)