প্রকৃতির নব জন্ম : আহমেদ অভ্র

প্রকৃতির নব জন্ম


আবম আকাশ আহমেদ অভ্র


কার্যত অবরুদ্ধ হােক পৃথিবী
পুড়ে যাওয়া বন হােক
সবুজ আমাজনে কালাে দাগ মুছে যাক
পৃথিবীর ফুসফুস হােক অবুঝ ।

কার্যত ভুমিকম্প হােক পৃথিবীতে
প্লেটের ফাটল পুর্ণতা পাবে আবার
বন্যায় ভেসে যাওয়া পলি মাটিতে
গড়ে উঠুক উর্বর অনাবিল শস্যভান্ডার !

কার্যত পুননির্মাণ হােক পৃথিবীর গঠন
বাস্তুসংস্থানের ভারসাম্য আসুক
এবার করােনা মানবজীবনে অভিশাপ হলেও
আশীর্বাদ হােক ভবিষ্যত পৃথিবীর জন্যে ।

If you like the post, share it and give others a chance to read it.

নগর২৪

nogor24 বাংলাদেশের জনপ্রিয় একটি ব্লগসাইট। এই সাইটের লক্ষ্য হল বিভিন্ন বিষয় সম্পর্কে সহজে বোধগম্য এবং সঠিক খবর এবং তথ্য প্রদান করা।