কার্যত অবরুদ্ধ হােক পৃথিবী
পুড়ে যাওয়া বন হােক
সবুজ আমাজনে কালাে দাগ মুছে যাক
পৃথিবীর ফুসফুস হােক অবুঝ ।
কার্যত ভুমিকম্প হােক পৃথিবীতে
প্লেটের ফাটল পুর্ণতা পাবে আবার
বন্যায় ভেসে যাওয়া পলি মাটিতে
গড়ে উঠুক উর্বর অনাবিল শস্যভান্ডার !
কার্যত পুননির্মাণ হােক পৃথিবীর গঠন
বাস্তুসংস্থানের ভারসাম্য আসুক
এবার করােনা মানবজীবনে অভিশাপ হলেও
আশীর্বাদ হােক ভবিষ্যত পৃথিবীর জন্যে ।